জাবেদা-৭

জাবেদা-৭

১. পণ্য নষ্ট হলে-

  • বিবিধ ক্ষতি হিসাব ক্রেডিট
  • ক্রয় হিসাব ক্রেডিট
  • নগদান হিসাব ক্রেডিট
  • উত্তোলন হিসাব ক্রেডিট

২. ‘কারবার থেকে পণ্য উত্তোলন করা হলো’-এর সঠিক জাবেদা কোনটি?

  • ক্রয় হিসাব ডেটর উত্তোলন হিসাব ক্রেডিটর
  • উত্তোলন হিসাব ডেটর মূলধন হিসাব ক্রেডিটর
  • উত্তোলন হিসাব ডেটর ক্রয় হিসাব ক্রেডিটর
  • উত্তোলন হিসাব ডেটর মূলধন হিসাব ক্রেডিটর

৩. বাট্টা পাওয়া গেল ৩০০ টাকা। এর সঠিক জাবেদা কোনটি?

  • বাট্টা হিসাব ডেবিট ৩০০.০০ নগদান হিসাব ক্রেডিট ৩০০.০০
  • দেনাদার হিসাব ডেবিট ৩০০.০০ প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ৩০০.০০
  • পাওনাদার হিসাব ডেবিট ৩০০.০০ প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট ৩০০.০০
  • নগদান হিসাব হিসাব ডেবিট ৩০০.০০ বাট্টা হিসাব ক্রেডিট ৩০০.০০

৪. আয়কর প্রদান ৫,০০০ টাকা এর সঠিক জাবেদা কোনটি?

  • আয়কর হিসাব ডে. ৫,০০০ নগদান হিসাব ক্রে. ৫,০০০
  • নগদান হিসাব ডে. ৫,০০০ আয়কর হিসাব ক্রে. ৫,০০০
  • উত্তোলন হিসাব ডে. ৫,০০০ নগদান হিসাব ক্রে. ৫,০০০
  • নগদান হিসাব ডে. ৫,০০০ উত্তোলন হিসাব ক্রে. ৫,০০০

৫. বিল বাট্টাকরণ বা প্রত্যাখ্যানজনিত দাখিলা কোন বইতে লেখা হয়?

  • প্রদেয় বিল বইতে
  • প্রাপ্য বিল বইতে
  • প্রকৃত জাবেদায়
  • বিক্রয় জাবেদায়

৬. চেক মারফত কোনো পাওনা আদায় হলে ডেবিট হবে-

  • ব্যাংক হিসাব
  • চেক হিসাব
  • পাওনাদার হিসাব
  • নগদান হিসাব

৭. ব্যবসায় প্রতিষ্ঠান সর্বদা কোন ধরনের চেক গ্রহণ করে?

  • খোলা চেক
  • বাহক চেক
  • ভ্রমণকারী চেক
  • হিসাব প্রদেয় চেক

৮. চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাবটি ক্রেডিট হবে?

  • ব্যাংক হিসাব
  • পাওনাদার হিসাব
  • দেনাদার হিসাব
  • নগদান হিসাব

৯. ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে ডেবিট হবে-

  • ব্যাংক হিসাব
  • নগদান হিসাব
  • পাওনাদার হিসাব
  • দেনাদার হিসাব

১০. একটি কম্পিউটার ক্রয় ৫০,০০০ টাকা, এটি কোন হিসাবে ডেবিট হবে?

  • নগদান হিসাব
  • ক্রয় হিসাব
  • আসবাবপত্র হিসাব
  • অফিস সরঞ্জাম হিসাব