দু‘তরফা দাখিলা পদ্ধতি -৩ ১. জাবেদাতে লেনদেন কী অনুসারে লিপিবদ্ধ করা হয়? টাকার অংক অনুসারে ব্যাখ্যা অনুসারে হিসাব খাত অনুসারে তারিখের ক্রমানুসারে ২. প্রারম্ভিক জাবেদা প্রস্তুত হিসাবচক্রের কততম ধাপ? ৮ম ৯ম ১০ম ১১তম ৩. হিসাব চক্রের নিয়মানুযায়ী পরবর্তী হিসাবকালের যাত্রা শুরু হয় কীভাবে? সকল সম্পত্তিতে ডেবিট ও সকল দায়কে ক্রেডিট দেখিয়ে সকল সম্পত্তিকে ক্রেডিট ও সকল দায়কে ডেবিট দেখিয়ে এক হিসাব কালের সম্পত্তি ও দায় পরবর্তী হিসাবে স্থানান্তর না করে সকল হিসাবের জের বন্ধ করে ৪. কার্যপত্র হলো একটি- i. ঐচ্ছিক কার্য ii. বহুঘর বিশিষ্ট বিবরণী iii. সকল হিসাবের মিশ্রণ নিচের কোনটি সঠিক? i ও ii iও iii ii ও iii i, ii ও iii ৫. একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটি বিজ্ঞান সম্মত পদ্ধতি এটি স্বয়ংসম্পূর্ণ হিসাব পদ্ধতি এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি বহির্ভূত এটি নির্ভূল পদ্ধতি ৬. প্রারম্ভিক মোট সম্পদ ১,৩৫,০০০ টাকা ও প্রারম্ভিক মোট দায় ৭০,০০০ টাকা হলে, প্রারম্ভিক মূলধন কত? ৬৫,০০০ টাকা ৭০,০০০ টাকা ২,০৫,০০০ টাকা ২,৫০,০০০ টাকা ৭. মি. হাসানের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৭০,০০০ টাকা। তিনি সারা বছরে উত্তোলন করেন ১০,০০০ টাকা। এক্ষেত্রে তার লাভ/ক্ষতি কত? ২০,০০০ টাকা ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকা ৫০,০০০ টাকা ৮. যদি প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপণী মূলধন ৮৫,০০০ টাকা, মালিকের জন্য উত্তোলন ১৫,০০০ টাকা হয়, তবে মুনাফা কত? ৩০,০০০ টাকা শূন্য ১৫,০০০ টাকা ১,৪০,০০০ টাকা ৯. প্রারম্ভিক মূলধন নির্ণয়ে কোনটি প্রয়োজন? প্রারম্ভিক দায় ও সম্পত্তি সমাপনী দায় ও সম্পত্তি প্রারম্ভিক দায় ও সমাপনী দায় প্রারম্ভিক সম্পত্তি ও সমাপনী সম্পত্তি কুইজ সমাপ্ত করুন