দু‘তরফা দাখিলা পদ্ধতি -৩

দু‘তরফা দাখিলা পদ্ধতি -৩

১. জাবেদাতে লেনদেন কী অনুসারে লিপিবদ্ধ করা হয়?

  • টাকার অংক অনুসারে
  • ব্যাখ্যা অনুসারে
  • হিসাব খাত অনুসারে
  • তারিখের ক্রমানুসারে

২. প্রারম্ভিক জাবেদা প্রস্তুত হিসাবচক্রের কততম ধাপ?

  • ৮ম
  • ৯ম
  • ১০ম
  • ১১তম

৩. হিসাব চক্রের নিয়মানুযায়ী পরবর্তী হিসাবকালের যাত্রা শুরু হয় কীভাবে?

  • সকল সম্পত্তিতে ডেবিট ও সকল দায়কে ক্রেডিট দেখিয়ে
  • সকল সম্পত্তিকে ক্রেডিট ও সকল দায়কে ডেবিট দেখিয়ে
  • এক হিসাব কালের সম্পত্তি ও দায় পরবর্তী হিসাবে স্থানান্তর না করে
  • সকল হিসাবের জের বন্ধ করে

৪. কার্যপত্র হলো একটি- i. ঐচ্ছিক কার্য ii. বহুঘর বিশিষ্ট বিবরণী iii. সকল হিসাবের মিশ্রণ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • iও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

  • এটি বিজ্ঞান সম্মত পদ্ধতি
  • এটি স্বয়ংসম্পূর্ণ হিসাব পদ্ধতি
  • এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি বহির্ভূত
  • এটি নির্ভূল পদ্ধতি

৬. প্রারম্ভিক মোট সম্পদ ১,৩৫,০০০ টাকা ও প্রারম্ভিক মোট দায় ৭০,০০০ টাকা হলে, প্রারম্ভিক মূলধন কত?

  • ৬৫,০০০ টাকা
  • ৭০,০০০ টাকা
  • ২,০৫,০০০ টাকা
  • ২,৫০,০০০ টাকা

৭. মি. হাসানের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৭০,০০০ টাকা। তিনি সারা বছরে উত্তোলন করেন ১০,০০০ টাকা। এক্ষেত্রে তার লাভ/ক্ষতি কত?

  • ২০,০০০ টাকা
  • ৩০,০০০ টাকা
  • ৪০,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা

৮. যদি প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপণী মূলধন ৮৫,০০০ টাকা, মালিকের জন্য উত্তোলন ১৫,০০০ টাকা হয়, তবে মুনাফা কত?

  • ৩০,০০০ টাকা
  • শূন্য
  • ১৫,০০০ টাকা
  • ১,৪০,০০০ টাকা

৯. প্রারম্ভিক মূলধন নির্ণয়ে কোনটি প্রয়োজন?

  • প্রারম্ভিক দায় ও সম্পত্তি
  • সমাপনী দায় ও সম্পত্তি
  • প্রারম্ভিক দায় ও সমাপনী দায়
  • প্রারম্ভিক সম্পত্তি ও সমাপনী সম্পত্তি