হিসাববিজ্ঞান পরিচিতি-৪ ১. আর্থিক ঘটনাসমূহের প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি? হিসাববিজ্ঞান বুককিপিং ও হিসাবরক্ষণ হিসাব সচেতনতা হিসাব বিশ্লেষণ ২. হিসাববিজ্ঞান- সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে উৎপাদন ব্যবস্থার আলোচনা করে পণ্য ক্রয় এবং বিক্রযের হিসাব রাখে আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণিবিভাগ করে এবং ব্যাখ্যা করে ৩. হিসাববিজ্ঞানকে বলা হয়- i. ব্যবসায়ের দর্পণ ii. ব্যবসায়ের ভাষা iii. তথ্য ব্যবস্থা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i,ii ও iii ৪. ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে? অর্থনীতিকে ব্যবস্থাপনাকে হিসাববিজ্ঞানকে কম্পিউটার বিজ্ঞানকে ৫. হিসাববিজ্ঞানকে বলা হয় i. ব্যবসায়ের ভাষা ii. তথ্য ব্যবস্থা iii. Information System নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. হিসাববিজ্ঞান- i. দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে ii. ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার iii. বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করেছে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. নিচের অনুচ্ছেদটি পড়ে 7 থেকে 10 নম্বর প্রশ্নের উত্তর দাও জনাব আনিসুর রহমান মেসার্স কবীর ব্রাদার্স-এর দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করেন তাছাড়া তিনি প্রতি মাসে ৩,০০০ টাকা পযন্ত খরচ নির্বাহ করার ক্ষমতা রাখেন কিন্তু ব্যবসায়ের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসে ৩,৮০০ টাকা খরচ হবে বলে তিনি ধারণা করছেন 7. জনাব আনিসুর রহমানের কাজটি মূলত- হিসাবরক্ষণ টাকা-পয়সা জমা রাখা ব্যয় নির্বাহ করা আর্থিক অবস্থা নিরূপণ করা ৮. মার্চ মাসের খরচ বৃদ্ধিতে মেসার্স কবীর ব্রাদার্স- এর সর্বাধিক প্রভাবিত হবে- আর্থিক অবস্থায় ক্রয়বিক্রয়ে লাভ-ক্ষতিতে সঞ্চয় প্রবণতায় ৯. মার্চ মাসে অতিরিক্ত খরচ নির্বাহ করার জন্য কোন পদক্ষেপটি তার জন্য অধিকতর যুক্তিযুক্ত? নিজের খরচ করার সিদ্ধান্ত নেওয়া মালিকের সাথে আলোচনা করা ব্যয় নিয়ন্ত্রণ করা অতিরিক্ত খরচ না করা ১০. এ অবস্থায় জনাব আনিসুর রহমানকে দৃষ্টি দিতে হবে- সঞ্চয় প্রবণতায় বাজেট প্রণয়নে জবাবদিহিতায় ব্যয় হ্রাসকরণে কুইজ সমাপ্ত করুন